আ’লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে রাখা হয় প্রায় ১১ মাস। একইদিন যৌথবাহিনী শেখ হাসিনাকে ঢাকার সিএমএম কের্টে হাজির করে। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। গ্রেফতারের আগ মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি দেশবাসীর উদ্দেশে লেখা চিঠিতে জনগণ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। পরের বছর ১১ জুন মুক্তি পান শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।