আ’লীগ সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে বিএনপির উপর দোষ চাপানোর চক্রান্ত করছে : ফখরুল
- আপডেট সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬০ বার পড়া হয়েছে
সামনের দিনগুলোতে আওয়ামী-লীগ সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে বিএনপির উপর দোষ চাপানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করার আহ্বান জানান তিনি। আর দলের সিনিয়র নেতারা শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়, জানিয়ে সরকার পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার প্রত্যয় জানান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণমিছিল শেষে সমাবেশ এসব কথা বলেন তারা।
সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে, গণ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
রাজধানীর রামপুরা থেকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে গণ মিছিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সরকার পতনের এক দফা দাবি আদায়ের নানা স্লোগান দিয়ে মিছিলটি চৌধুরীপাড়া, মৌচাক, মালিবাগ কাকরাইল হয়ে নয়া পল্টনে আসে।
অপরদিকে কমলাপুর থেকে হাজারো নেতাকর্মী নিয়ে গণ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
মিছিলটি আরামবাগ ফকিরাপুল হয়ে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেল কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয় পল্টন এলাকা।
শুরু হয় গণ মিছিলের পরবর্তী সমাবেশ, অংশ নেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন স্থায়ী কমিটির সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে, সংখ্যালঘুদের নিয়ে বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এ বিষয় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।