আ’লীগ অংশ না নিলেও আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে : বদিউল আলম মজুমদার
- আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ অংশ না নিলেও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান– সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হলে, সব প্রধান দলের অংশগ্রহণ থাকে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন সুজন সম্পাদক। এদিকে, গুলশানে নতুন নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত সংলাপে ড. বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত। সংলাপে উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
ঢাকার একটি হোটেলে নতুন নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে যোগ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান- সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
নির্বাচন কমিশন আইন পরিবর্তনের তাগিদ দিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক দলের সংস্কার ও সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আলোচনায় অংশ নিয়ে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সদ্য পদত্যাগী নির্বাচন কমিশনাররা ভয়ানক পক্ষপাতদুষ্ট ছিলেন। তারা নির্বাচন আয়োজনে সংবিধানও লঙ্ঘন করেছেন।
এদিকে, চলচ্চিত্র উন্নয়ন সংস্থার মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসী আয়োজিত অনুষ্ঠানে ড. বদিউল আলম মজুমদার বলেন, একতরফা, ডামি ও মধ্যরাতের নির্বাচন করে এদেশে নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ।
গত তিনটি জাতীয় নির্বাচনে কমিশনারদের দায়িত্বহীনতার সমালোচনা করে নির্বাচনী অপরাধের জন্য তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন ড. বদিউল আলম মজুমদার।