আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
- আপডেট সময় : ১১:০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১৯৭৬ বার পড়া হয়েছে
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খুলনায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। মহানগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলীতেও উদযাপিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী।
সকালে পটুয়াখালীতে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বাগেরহাটে উৎসব ও উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।