আ’লীগই সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারী দল : মোশাররফ
- আপডেট সময় : ০৯:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগই সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারী দল বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে অংগ্রহণমূলক নির্বাচনে কথা বলা হলেও বিএনপি না আসলে সেটি অংশগ্রহণমূলক হবে না। নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিবাদ সমাবেশে একথা বলেন ড. মোশাররফ। আর স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের উস্কানিতে বিএনপি পা দেবে না। শান্তিপূর্ণ আন্দোলন মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু’র নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সমানে বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, প্লাকাড ও ফেস্টুন হতে নেতাকর্মীদের উপস্থিতিতে নাইটেঙ্গল মোড় থেকে ফকিরাপুলসহ সমগ্র এলাকা মিছিল আর শ্লোগানে মুখর হয় ওঠে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আগামীতে সব অন্যায়ের বিচার হবে।
সমাবেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে হবে। জনগণের নায্য আন্দোলনে বাঁধা আসলে বিএনপি বসে থাকবে না বলেও হুশিয়ারি দেন তিনি । আন্তর্জাতিক মহল সুষ্ঠু নির্বাচনে গুরুত্ব দিচ্ছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্ববধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। পুলিশ প্রশাসনকে অতি উৎসাহী হয়ে গণতান্ত্রিক আন্দোলনের বাঁধা না দেয়ার আহবানও জানান তিনি।