আলাদা সড়ক দুর্ঘটনায় সিলেট ও সিরাজগঞ্জে দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিলেট ও সিরাজগঞ্জে দুইজন নিহত হয়েছে।
সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির নিহত হয়েছে। সাব্বির রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। গেলোরাতে নগরীর সুবিদবাজার পয়েন্টে দুর্ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়ের গেইটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় আধাঘন্টা পর অবরোধ তুলে নিলে আবার যানচলাচল স্বাভাবিক হয়।
এদিকে, সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক চাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী মনির শেখ। সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।