Site icon SATV

আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ৫ জন নিহত

কুষ্টিয়া, ঝিনাইদহ, ময়মনসিংহ ও বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।

কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ ২ জন নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া যাওয়ার পথে মধুপুর কলার হাটের কাছে রডবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয় এবং শফিউল আজমকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় শামসুদ্দিন নামে এক পথচারী নিহত হয়েছেন।

এদিকে, বগুড়া-নগরবাড়ী মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক মারা গেছেন।

Exit mobile version