আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জেলায় ৪ জন নিহত

- আপডেট সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জেলায় ৪ জন নিহত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হন।
দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তারা দুজনেই গ্রামের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড়ের বাড়ি থেকে রেজাউল করিম তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি য়াওয়ার পথে বোর্ড বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেজাউল ও তার বাবা মমিরউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. উম্মে হুমায়রা তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া রাইনী বটতলা নামক স্থানে ট্রাকের চাপায় রিক্সা চালক নিহত হয়েছে।দুপুরের এ ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাক ড্রাইভারকে গণপিটুনিতে আহত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরের চৌড়হাস থেকে ছেড়ে আসা একটি ট্রাক রাইনী বটতলা মোড়ে একটি ব্যাটারি চালিত রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলের রিক্সা চালক নিহত হয়। এ এঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাকটি আটক করে। চালক গণপিটুনি আহত করে।পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
মানিকগঞ্জের সিংগাইরে অটোবাইকে চাদর পেঁচিয়ে কুদ্দুস আলী নামে এক সবজির ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।