আলাদা সড়ক দুর্ঘটনায় ফরিদপুর ও চুয়াডাঙ্গায় তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ফরিদপুর ও চুয়াডাঙ্গায় তিনজন নিহত হয়েছে।
ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী নামক স্থানে গতরাতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, নিহতরা ভাঙ্গা উপজেলা থেকে মোটরসাইকেলে ফরিদপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক চাপা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন মারা যান। অপরজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় জিসান আহম্মেদ নামে এক শিশু নিহত হয়েছে। গেলরাতে আলমডাঙ্গা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।