আলাদা সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ, কক্সবাজার ও নাটোরে ৯ জন নিহত
- আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ, কক্সবাজার ও নাটোরে ৯ জন নিহত হয়েছে।
পিকনিকে উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
বাস, ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নাটোরে দুজন নিহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। গেলো রাতে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি জানান, ঘটনাস্থলে ঢাকা থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে কাঠভর্তি ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। আহতদের সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।
বালুবাহী ট্রাকের ধাক্কায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে মৃত্যু হয়েছে দুই নারী শ্রমিকের। আহত হয়েছেন অন্তত ৭জন। গেলো রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এঘটনা ঘটে। আড়াইহাজার থানার ইনচার্জ জানায়, রাতে কারখানার লেগুনা দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।