আলাদা সড়ক দুর্ঘটনায় খুলনা, চাঁদপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ ও পাবনায় ১০ জন নিহত
- আপডেট সময় : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় খুলনা, চাঁদপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ ও পাবনায় ১০ জন নিহত হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় আবদুল জলিল নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সাইকেলে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট পেরুনোর সময় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ট্রাক ও ঘাতক চালককে আটক করা যায়নি।
চাঁদপুরে ট্রাকের ধাক্কায় তিন রিকশা আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় রিকশাচালক খোরশেদ আহত হয়। গেলোরাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজারের লেবুতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত রিকশাচালক খোরশেদ জানান, ফরিদগঞ্জের দিকে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও দুজন।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে নিহত হয় ট্রাক চালক ও হেলপার। সকালে উপজেলার বাগানবাড়িতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদী পাকশিতে নসিমন উল্টে সুলতান আলী নামে এক গরুর ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছেন ৭ জন। পুলিশ জানায়, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় নছিমনটি উল্টে যায়।