আলাদা সড়ক দুর্ঘটনায় বাগেরহাট ও নেত্রকোনায় নিহত ৪
- আপডেট সময় : ০৪:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় বাগেরহাট ও নেত্রকোনায় ৪ জন নিহত হয়েছে।
বাগেরহাটের ফকিরহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও সহকারী জাহাঙ্গীর সরদার নিহত হয়েছে।সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাজাহান মিয়া জানান, চট্টগ্রাম থেকে বিটুমিন বোঝাই করে ট্রাকটি মোংলায় যাওয়ার পথে ফকিরহাটের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় চালকের সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই তিনি মারা যান।
নেত্রকোনায় প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এসময় ৬ জন গুরুতর আহত হয়। বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোনার কলমাকান্দা সিধলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।আহতদের প্রথমে নেত্রকোনা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে যাত্রীবাহী একটি সিএনজি নেত্রকোনা থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার সিএনজির চালকসহ ৮ জন আহত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত ঘোষণা করেন।