আলাদা অঞ্চলে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দু’জনসহ খুলনা, রাজশাহী ও মেহেরপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ৫ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ নগরীর এস.কে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, দুপুরে ফুলবাড়ীয়া উপজেলার আরাফাত হোসেন এবং গাজীপুরের মাওনা এলাকার রাজিব এস.কে হাসপাতালে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মিজানুর রহমানের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। ওই ইউনিটের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার রাত একটার দিকে মিজানুর রহমানকে ভর্তি করা হয়। তিনি কিডনি রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
রাজশাহীর বাগমারায় সর্দিজ্বর, ডায়েরিয়া ও শ্বাসকষ্টে একব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বিষ্ণুপাড়া গ্রামের নিজ বাড়িতেই মারা যান তিনি । করোনা শনাক্তের জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী জাননান, ওই ব্যক্তি ধূমপায়ী হওয়ায় দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছিলেন। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদেরসহ মরদেহ দাফনের সঙ্গে যুক্তদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
মেহেরপুরের মুজিবনগরে করোনা উপসর্গ নিয়ে ইদ্রীস আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, ইদ্রীস আলীর নমুনা সংগ্রহ করে যশোরে পাঠানো হয়েছে। সে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর হওয়ার কারনে কিছুটা অসুস্থ ছিলো।