আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেলেন দিবালা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫০২ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেলেন পাওলো দিবালা। প্রত্যাশিত সময়ের আগে চোট কাটিয়ে উঠতে না পারায় দলে রাখা হয়নি তাকে।
গেলো সপ্তাহে ইতালিয়ান লিগ সিরি আ তে সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান দিবালা। ওই ম্যাচে দলের প্রথম গোল করার পর অস্বস্তি অনুভব করায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন জুভেন্টাস ফরোয়ার্ড। আন্তর্জাতিক সূচির আগে দিবালা সেরে উঠবে বলে আশায় ছিল আর্জেন্টিনা। তাই কাতার বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের জন্য ৩০ জনের দলে দিবালাকে রাখেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে পাচ্ছে না দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ৮ থেকে ১৫ অক্টোবর ফুটবলের আন্তর্জাতিক বিরতিতে প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা।