এই ফুটবল বিস্ময়ের মৃত্যুবার্ষিকী পালনে বিশেষ আয়োজন থাকছে বুয়েনস আয়ার্স, বার্সেলোনা ও নাপোলিতে। বুয়েনস আয়ার্স থেকে বার্সেলোনা, নাপোলিসহ সবখানে দেওয়ালচিত্র, ভাস্কর্য, ব্যানার, ট্যাটু করে দর্শকরা তার প্রতি ভালবাসার প্রকাশ করছেন। ম্যারাডোনার ক্লাব নামে পরিচিতি পাওয়া ইতালির ক্লাব নাপোলির তৈরি স্টেডিয়ামে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বসানো হচ্ছে তার ব্রোঞ্জমূর্তি। অনেক বিতর্কের জন্ম দিয়েও মানুষের মণিকোঠায় রয়েছেন এই বিস্ময়কারী ফুটবলার। পৃথিবীর মায়া ছাড়লেও ফুটবল মাঠে করা তার অনবদ্য কীর্তিগুলো তাকে আজন্ম বাঁচিয়ে রাখবে ফুটবল প্রেমিদের হৃদয়ে।২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা।
Add A Comment