আরও ১৩২টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
প্রাথমিকভাবে ৫১টি সরকারি হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস বা বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু হবার পর আরও ১৩২টি সরকারি হাসপাতালে এই স্বাস্থ্যসেবা শুরু করেছে সরকার। এর মাধ্যমে ১৮৩টি সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু করলো সরকার।দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক। তিনি জানান,স্বাস্থ্য খাতে লোকবল কম থাকলেও চিকিৎসা খাতে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছে সরকার। আরো জানাচ্ছেন রিফাত শিশির।
বৈকালিক স্বাস্থ্য সেবা নিয়ে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক।
নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা দিতে হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবায় সাধারন মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
আগামীতে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
ডেঙ্গু ও করোনা নিয়ন্ত্রনে সরকারের সফলতার কথাও জানান তিনি