প্রধান কোচ হিসেবে আরও কিছু দিনের জন্য ডোমিঙ্গোকে বহাল রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে, বোলিং কোচ ওটিস গিবসনের চুক্তির মেয়াদ বাড়াবে না বিসিবি।
তথ্যটি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে প্রধান কোচ পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। জালাল ইউনুস আরও জানান, বাংলাদেশ দলের কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা আছে বিসিবির। এরই অংশ হিসেবে ব্যাটিং পরামর্শক হিসেবে আনা হচ্ছে সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে। এদিকে,পাকিস্তান সুপার লিগ পিএসএলের দল মুলতান সুলতান্সের সহকারী কোচ হিসেবে যোগ দেয়ায় ওটিজ গিবসনের চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি।