আমেরিকা আবারও বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
আমেরিকা আবারও বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত। স্থানীয় সময় মঙ্গলবার ডেলাওয়ারের উইলমিংটনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
উইলমিংটনে সংবাদ সম্মেলন মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করে বাইডেন বলেন, মিত্রদের সঙ্গে একযোগে কাজ করার সময়ই আমেরিকা সবচেয়ে শক্তিশালী। এর আগে, স্থানীয় সময় সোমবার মন্ত্রিসভার ৬ সদস্যের নাম ঘোষণা করে বাইডেন শিবির। এদিকে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বাইডেন। ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার তদন্ত করতে মার্কিন বিচার বিভাগকে ব্যবহার করবেন না বলেও জানান তিনি।