আমি চিকিৎসাভাতা নিয়েছি, সিইসিও নিয়েছেন: মাহবুব তালুকদার
- আপডেট সময় : ১২:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন থেকে চিকিৎসাভাতা নেয়ার কথা স্বীকার করে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এটা তার মৌলিক অধিকার। প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাও চিকিৎসাভাতা নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
তার দাবি, হেয় করার জন্যই সিইসি তাকে ‘রোগাক্রান্ত ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন। তিনি প্রতিহিংসা চরিতার্থ করতে তার অসুখের বিষয় আর চিকিৎসাভাতার কথা তুলে ধরার নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।এর আগে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, ‘বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা চিকিৎসাভাতা নেন মাহবুব তালুকদার’। এরই ব্যাখ্যায় বিবৃতিতে মাহবুব তালুকদার বলেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা নিয়েই বেঁচে আছেন। কর্মরত নির্বাচন কমিশনাররা এবং অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনারদের সকলেই বিধি অনুযায়ী কমিশন থেকে চিকিৎসার খরচ নিয়ে থাকেন। কেএম নূরুল হুদা নিজেও চিকিৎসার জন্য টাকা নিয়েছেন।