আমান-রিজভীসহ গ্রেপ্তার ৪৫০, প্রক্রিয়াধীন আরও মামলা
- আপডেট সময় : ০৪:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১৮০১ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ও ককটেল উদ্ধারের ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়েছে, যাতে এখন পর্যন্ত ৪৫০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি আছে জানিয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন।
আসামিদের মধ্যে আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক কেন্দ্রীয় নেতা রয়েছেন।
রাজনৈতিকভাবে আলোচনায় থাকা আগামী শনিবার অনুষ্ঠেয় বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে বুধবার সকাল থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ও সংলগ্ন এলাকায় জড়ো হচ্ছিলেন দলটির নেতা-কর্মীরা, যাদের কাছাকাছি ছিলেন পুলিশের বিপুলসংখ্যক সদস্য।
এসময় পুলিশ সড়কে সমবেত বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দিতে গেলে বিকেলে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে, যাতে গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামের একজন নিহত হন। তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি।
অভিযান শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে দলটির অনেক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সেখান থেকে চাল, খিচুড়ি, ১৫টি ককটেলের পাশাপাশি বোতলজাত পানি ও টাকা উদ্ধারের কথা জানায় বাহিনীটি।
পরবর্তী সময়ে উদ্ধার করা ককটেল বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।