আমবয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৭২৯ বার পড়া হয়েছে
ফজরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। চলছে মুসুল্লীদের জিকির আসগর। এতে অংশ নিচ্ছেন দিল্লির মাওলানা সাদের অনুসারীরা।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসুল্লিদের আগমনে মুখর তুরাগ নদীপাড়। মুসল্লিরা ইবাদত বন্দেগীতে আল্লাহকে স্মরণ করছেন। জুমার নামাজে অংশ নিতে টঙ্গী গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে দলে দলে ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ও নৌপথ আসছেন ইজতেমা ময়দানে মুসল্লিরা। জুম্মার নামাজ পরিচালনা করবেন মাওলানা সাদ বড় ছেলে মাওলানা ইউসুফ। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নিয়োজিত রয়েছেন রেব, পুলিশ, অন্যান্যবাহিনীর সদস্যরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বীতিয় পর্ব।















