আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা। ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে সরাসরি সেটে হারিয়েছেন নাদাল।
এ নিয়ে ২২তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন তিনি। প্রথম সেটে ৬-৩ পয়েন্টে জেতেন রাফায়েল নাদাল। দ্বিতীয় সেটও একই ব্যবধানে জেতেন স্প্যানিশ তারকা। তৃতীয় সেটেও প্রতিরোধ গড়তে পারেননি ক্যাসপার রুড।
নিজের একাডেমিতে গড়ে ওঠা এই নরওয়ের খেলোয়াড়কে কোনো সুযোগ না দিয়েই ৬-০ পয়েন্টে তৃতীয সেট জিতে শিরোপা উৎসব করেন নাদাল। এতে ২২তম গ্র্যান্ডস্ল্যামের সঙ্গে ১৪তম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন রাফা। আসর শুরুর আগে পায়ের ইনজুরির কারণে শঙ্কা ছিল নাদালের খেলা নিয়ে। কিন্তু সব শঙ্কা উড়িয়ে ৩৬ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন জেতার অনন্য রেকর্ড গড়লেন নাদাল।