আবারও অঘটনের সাক্ষী টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব

- আপডেট সময় : ০৮:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আবারও অঘটনের সাক্ষী টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। তুলনামূলক শক্তিশালী নেদারল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল নামিবিয়া।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করে নেদারল্যান্ডস। শুরুটা খারাপ ছিল না ডাচদের। স্টিফেন মাইবার্গ আর ম্যাক্স ও’দাউদ দলকে ভালো শুরু এনে দেন ৭০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন ও’দাউদ। এতে ভর করেই ১৬৪ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।
১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নামিবিয়া। স্টেফান বার্ড এবং জেনি গ্রীন মিলে ৩৪ রানের এক জুটি করেন। এরপর জেনি গ্রীন ব্যক্তিগত ১৫ রানে ফিরে গেলে হঠাৎ করেই উইকেট হারাতে থাকে নামিবিয়া। ইরাসমাস এবং ডেভডি ওয়াইজি মিলে ৯৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন৷ এর আগে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়া হেরেছে শ্রীলঙ্কার কাছে। আর আয়ারল্যান্ডের কাছে হেরেছে নেদারল্যান্ডস।