আফ্রিকান নেশন্স কাপের কোয়াটার ফাইনালে মিশর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আফ্রিকান নেশন্স কাপের কোয়াটার ফাইনালে মিশর। শেষ ষোলর ম্যাচে আইভেরি কোস্টকে টাইব্রেকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মিশর। ১৭ মিনিটে মিশরীয় স্ট্রাইকার ওমর মারমাউসের জোরালো শর্ট বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় ফ্যারাওরা। আক্রমন-পালটা-আক্রমনে শেষ হয় প্রথামার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও গোল পায়নি কেউই। ফলে টাইব্রেকে গড়ায় ম্যাচ। যেখানে আইভেরি কোস্টকে হারিয়ে বাজিমাত করে মোহাম্মেদ সালাহ’র মিশর।