আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেনেগাল ও মরক্কো
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেনেগাল ও মরক্কো। শেষ ষোল’র ম্যাচে কেপ ভার্দেকে ২-০ গোলে হারালো সেনেগাল। আর মালাউই’র বিপক্ষে ২-১ গোলে জিতেছে মরক্কো।
কেপ ভার্দেকে ম্যাচের শুরু থেকেই চাপে রাখে সেনেগাল। ২১ আর ৫৭ মিনিটে দুই লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় কেপ ভার্দে। এই সুযোগে ম্যাচে লিড নেয় সেনেগাল। ৬৩ মিনিটে ডেডলক ভাঙ্গেন সাদিও মানে। আর অতিরিক্ত সময়ে দলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন ফরোয়ার্ড বাম্বা ডিয়েং। দিনের অন্য ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতেই চমক দেখায় মালাউই। ম্যাচের ৭ মিনিটে লিড নেয় তারা। যদিও প্রথমার্ধেই ম্যাচে ফেরে মরক্কো। ইউসেফ আন নাসেরি সমতা আনেন দলের হয়ে। আর ৭০ মিনিটে গোল করে মরক্কোকে কোয়ার্টার ফাইনাল তোলেন স্ট্রাইকার আশারফ হাকিমি।