আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে এক হাজার। এ ঘটনায় আহত হয়েছে কয়েক হাজার মানুষ। দেশটির পাকতিকা প্রদেশে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। হতাহতদের উদ্ধারে আফগান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
বুধবার ভোরে আফগানিস্তানে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির পাকতিকা প্রদেশ। খবরে বলা হয়েছে, আফগানিস্তানের প্রদেশ খোস্তের ৪৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর কেন্দ্রস্থল ছিল ভূভাগ থেকে ৫১ কিলোমিটার গভীরে ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর ও স্ট্রেচারে আহত ব্যক্তিদের নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের উদ্ধারে এবং খাবার ও জরুরি চিকিৎসা পণ্য পরিবহনে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কিছু গ্রাম পাহাড়ের দুর্গম অঞ্চলে হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র।