আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২০০০ এর বেশি : তালেবান
- আপডেট সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৭৭১ বার পড়া হয়েছে
ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আর একের পর এক পরবর্তী কম্পনে বিপর্যস্ত আফগানিস্তানের পশ্চিমাঞ্চল৷ ধ্বংস হয়ে গেছে অনেক গ্রাম৷ মৃত্যুবরণ করেছেন শত শত মানুষ৷ ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ইরানেও৷
তালেবান কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ শনিবার সকালে হেরাত শহরের ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা-ইউএসজিএস৷
তালেবান সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০৫৩ জন এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন ৯২৪০ জন৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হেরাত প্রদেশে অন্তত ৬০০ বাড়িঘর ধুলিস্যাৎ হয়ে গেছে৷ শত শত মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন৷ আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার৷ ধ্বংসস্তূপ সরানো হলে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷
আরব, ভারত ও ইউরেশীয় প্লেটের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত আফগানিস্তান প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়ে৷ ২০২২ সালের জুনের ভূমিকম্পে দেশটিতে হাজারের বেশি মানুষ মারা গেছেন৷
কয়েক যুগের সংঘাতের কারণে দরিদ্র আফগানিস্তানে দুর্বল অবকাঠামোতে তৈরি বাড়িঘরগুলো ভূমিকম্পে এত প্রাণহানির অন্যতম কারণ বলে মনে করা হয়৷
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ