আফগানিস্তানের শিক্ষকদের জন্য সরাসরি ফান্ড দেয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
আফগানিস্তানের শিক্ষকদের জন্য সরাসরি ফান্ড দেয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক এই গোষ্ঠী আফগানিস্তানে সহায়তা বন্ধ করে দেয়।
এখন তারা বলছে, তালেবানের সম্পৃক্ততা ছাড়াই বিকল্প উপায়ে তারা আফগানিস্তানের শিক্ষকদের জন্য ফান্ড গঠনের চেষ্টা করছেন। ইউনিসেফের আফগান শিক্ষা বিষয়ক প্রধান জেনেট ভোগেলার বলেন, ফান্ডের আওতায় নিয়ে আসার জন্য তারা আফগানিস্তানের সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করবেন। আন্তর্জাতিক দাতা গোষ্ঠীগুলোকে ইউনিসেফ আফগানিস্তানের শিশুদের পরিত্যাগ না করারও আহ্বান জানাচ্ছে। এদিকে তুরস্ক পরিচালিত ১৪ স্কুলের মধ্যে ১০টি পুনরায় খোলা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু সংসদীয় বৈঠকে এ তথ্য জানান

























