আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বিস্ফোরণে ৫ শিশুসহ ১০ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বিস্ফোরণে ৫ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আহত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় আশেপাশের ভবনগুলোর জানালা কেঁপে ওঠে। এদিকে, এক তালেবান গোয়েন্দার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বিস্ফোরণে ৩৫ জনের মতো হতাহত হয়েছে। তবে, এই সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে তদন্ত চলছে। হামলার পেছনে জড়িতদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।