আপিল নিষ্পত্তির আগেই দুই আসামির ফাঁসি কার্যকরের ঘটনা ঘটেছে যশোর কারাগারে। এ ঘটনায় আসামিদের পরিবার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানির দিন ঠিক করেছে আপিল বিভাগ।
২০১৭ সালে আপিল নিষ্পত্তির আগে আসামি মোকিমের ফাঁসি কার্যকর করে কারা কর্তৃপক্ষ। অন্য আসামি ঝড়ুরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আসামি মোকিম ও ঝড়ুর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। ১৯৯৪ সালের ২৮ জুন এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. মনোয়ার হোসেন খুন হন। এ ঘটনায় নিহতের ভাই মো. অহিমউদ্দিন বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে নাম আসে মোকিম ও ঝড়ুর। পরে ২০০৮ সালের ১৭ এপ্রিল বিচারে তিন জনের মৃত্যুদণ্ডাদেশ, দুই জনকে যাবজ্জীবন ও অন্য আসামিদের খালাস দেয় চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালত-২। মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় একই ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোকিম ও ঝড়ু কে।