আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে এই মুহূর্তে রাজনৈতিক সংকট না থাকলেও বিএনপির দলীয় নেতৃত্বে পারস্পরিক আস্হার সংকট চরমে। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব এবং অপপ্রচারে কান না দিতে সবার প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
সমসাময়িক বিষয়ে কথা বলতে নিজ বাসভবন থেকে অনলাইনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মহান অর্জন আর চেতনাকে পদে পদে ভুলুন্ঠিত করাই বিএনপির ইতিহাস এবং রাজনৈতিক সাধনা। যা ৭৫’ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের মধ্য দিয়ে শুরু করে।
ওবায়দুল কাদের উদ্বেগ প্রকাশ করে বলেন, ধর্মীয় নানান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, একটি মহল ।
শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের ।