আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি কুকি-চিন ইস্যু খুঁজছে : কাদের
- আপডেট সময় : ০৫:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি কুকি-চিন ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন আন্দোলনের শক্তি-সামর্থ্য সবই হারিয়ে ফেলেছে। দুপুরে ধানমন্ডিতে দলটির সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য বিএনপি কম দায়ী নয়– এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাঁর মুক্তি আন্দোলন ও আইনি লড়াই দুটোতেই ব্যর্থ হয়েছে তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কুকি-চিন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে আর তাই তাদের এই নতুন ইস্যুও ব্যর্থ হবে।
খালেদা জিয়ার মুক্তি আর বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, রিমোট কন্ট্রোলের ডাকে জনগণ সাড়া দেবে না।
আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।