চট্টগ্রামে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে নগরীর ষোলশহর এলাকায় জড়ো হন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নম্বর গেইট এলাকায় সমাবেশ করে। ছাত্র নেতারা অভিযোগ করেন, পরিবর্তিত রাজনৈতিক পেক্ষাপটে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা খোলস বদলে অন্তবর্তী সরকারের ভাবমুর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তারা কখনো দাবি দাওয়ার নামে, কখনো ডাকাত বেশে ফিরে আসার চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে দখলবাজি ও চাঁদাবাজিতেও লিপ্ত হচ্ছে তারা। অবিলম্বে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নইলে ফের রাজপথে নেমে চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রতিহত করার হুশিয়ারিও দেন তারা।