আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’। আন্তর্জাতিক ফোরামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১৯৭২ সাল থেকে বাংলাদেশে সাক্ষরতা দিবস পালিত হয়ে আসছে।
সকাল মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, দেশে এখনও চার কোটির বেশি মানুষ নিরক্ষর রয়েছে। তাদের সাক্ষরতার আওতায় আনার চেষ্টা চলছে। দিনটি ঘিরে পথযাত্রা, রেলি, সভা ও সেমিনারসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে দেশের ৬৪ জেলার ২৪৮টি উপজেলার ১৫ থেকে ৪৫ বয়সী ৪৪ লাখ ৬০ হাজার নিরক্ষরকে শিক্ষা ব্যুরোর মাধ্যমে মৌলিক সাক্ষরতা দেয়া হয়েছে। এ কার্যক্রম শেষ হয়েছে গত জুলাইয়ে। এর বাইরে স্কুল থেকে ঝরে পড়া ও স্কুলে যায়নি এমন ৬ লাখ শিক্ষার্থীকে মৌখিক শিক্ষা দেয়া হচ্ছে।