আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ইসমাইল ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে রেব
- আপডেট সময় : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ইসমাইল ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে রেব। কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব পরিচালক জানান, মানব পাচারের নতুন রুটের সন্ধান পাওয়া গেছে। আগ্রহীদের টাগেট করে, এ পর্যন্ত ৫০ জনকে বিদেশ পাঠিয়েছে মানবপাচার চক্র। মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে, মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ চেয়ে নির্যাতনের পর একজনকে হত্যার ঘটনায় জড়িত এই চক্র।
উন্নত জীবনের প্রত্যাশী ২২ জনকে কক্সবাজারের টেকনাফ হতে ১৯ মার্চ ছোট নৌকায় মিয়ানমারের উদ্দেশ্যে পাঠায় মানবপাচার চক্র। মাঝ নদীতে উঠানো হয় বড় নৌকায়। এদের ১৯ জন গ্রেফতার করে মিয়ানমার কোস্টগার্ড।
২৪ মে নারায়ণগঞ্জের জহিরুল ইসলামকে মিয়ানমারে টাকার জন্য অমানবিকভাবে নিযাতন করে মেরে ফেলে চক্রটি। ২৮ মে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে মরদেহ দেশে আনা হয়।
নির্মম মৃত্যুর ঘটনায় দায়ী আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা ইসমাইল ও তার ২ সহযোগীকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে রেব।
নিহত তরুণের বড় ভাই জানান,৪ লাখ ২০ হাজার টাকা মুক্তিপন দেয়ার পরও নিযাতন শিকার হন ছোট ভাই জহিরুল।
রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, মানব পাচারের নতুন রুটের সন্ধান পাওয়া গেছে।
তিনি জানান, বিদেশ যেতে আগ্রহীদের টাগেট করতো মানবপাচাকারী ইসমাইল।
জহিরুলে মতো আরও ৮ জন ভবগুরের মতো ঘুরে বেড়াচ্ছে মালেশিয়ায় বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।