আন্তর্জাতিক বিরতি শেষে আবারো মাঠে গড়িয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বিরতি শেষে আবারো মাঠে গড়িয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। ইপিএলে প্রথম দিনেই মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিনয় লিভারপুল। তবে, জয় উৎসব করতে পারেনি অলরেডরা। এভারটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
মার্সিসাইড ডার্বিতে শুরু থেকেই আক্রমনাত্মক বর্তমান চ্যাম্পিয়নরা। সাফল্য আসে ম্যাচের তিন মিনিটে। সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। সমতায় ফিরতে সময় নেয়নি এভারটনও। ১৯ মিনিটে দলের স্কোরলাইন ১-১ করেন মিচেল কিয়ানি। সমতায় নিয়ে বিরতিতে যায় দু’দল। ৭২ মিনিটে সালাহ’র গোলে লিড নেয় লিভারপুল। ৯ মিনিটে ব্যবধানে আবারো সমতায় ফেরে এভারটন। ম্যাচের বাকী সময় আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল। ৫ ম্যাচে ৪ জয়, আর এক ড্র-য়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এভারটন। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে লিভারপুল।