আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সারাদেশে জেলা ও মহানগর বিএনপির মৌন মিছিল
- আপডেট সময় : ০৫:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সারাদেশে মৌন মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। মুখে কালো কাপড় বেঁধে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণের এই কর্মসূচিতে বাধা দেয় স্থানীয় পুলিশ। পরে বর্তমান সরকারের গুম-খুনের প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বরিশালে মৌন মিছিল শেষে নগরীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নেতারাসহ শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতারা।
সরকারের সবাই গুমের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে নিষ্কণ্টক করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিরীহ মানুষদের গুম করেছে। দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
এতই ইস্যুতে মৌন মিছিল করেছে নাটোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এসময় জেলা বিএনপির নেতারা বলেন, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরাই এর শিকার।
ঝালকাঠিতে মৌন মিছিল করে বিএনপি। মিছিলটি কালীবাড়ি সড়ক, সাধনার মোড় প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ের দিকে গেলে বাঁধা দেয় পুলিশ। পরে সেখানেই মিছিল শেষ করে বিএনপি।আপস…
জেলা বিএনপি’র আয়োজনে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বের হয় মৌন মিছিল। মিছিলটি পুরাতন ডিসি কোর্ট চত্বরে গেলে বাধা দেয় পুলিশ। পরে সমাবেশ নেতারা বলেন–সরকার গুম, খুন, হামলা, মামলা করে অবৈধভাবে ক্ষমতায় টিকে রয়েছে।
বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে।
গুমের প্রতিবাদে মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর দক্ষিণ পাড় থেকে মিছিল বের করে জেলা বিএনপি।
খাগড়াছড়িতেও মৌন মিছিল করেছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে নওগাঁ জেলা বিএনপি। পরে পথ সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।