আনিসুল হক গ্রেপ্তারের খবরে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তারের খবরে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতরাতে দুই উপজেলার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। অসংখ্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে।এই অবৈধ মন্ত্রীর কারণে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই। এ সময় বক্তারা আনিসুল হকের বিচার চেয়ে ফাঁসির দাবি জানান। মঙ্গলবার নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন আনিসুল হক।