আনার হত্যায় নেপালে পালিয়ে থাকা অভিযুক্ত সিয়াম কলকাতার সিআইডি হেফাজতে
- আপডেট সময় : ০২:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
সংসদ সদস্য আনার হত্যায় অভিযুক্ত নেপালে পালিয়ে থাকা সিয়ামকে কলকাতার সিআইডি হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টার সংবাদ সম্মলনে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ভারতে সংঘটিত এ হত্যার বিচার সেখানেই হতে পারে। ডিএমপি কমিশনার জানান, রাজধানীর পশুর হাটের নিরাপত্তায় াবিশেষ টিম গঠন করা হয়েছে। মলম ও অজ্ঞান পার্টিসহ ছিনতাইরোধে কঠোর নিরাপত্তা নেয়া হবে বলেও জানান হাবিবুর রহমান।
ত্যাগ ও মহিমার মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলে ১৯টি হাটে পশু বিক্রির অনুমোদন দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এসব হাটে কুরবানীর পশু, ক্রেতা বিক্রেতা ও তাদের আর্থিক নেলদেনের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার। পশুর হাটের নিরাপত্তায় নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। জোর করে এক হাটের পশু অন্য হাটে নেওয়া, যত্রতত্র পশুর হাট বসানো বন্ধের পাশাপাশি মলম পার্টি ও ছিনতাইকারীদের প্রতিরোধে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার অগ্রগতি নিয়ে ডিএমপি কমিশনার জানান, নেপালে আটক সিয়াম কলকাতার সিআইডি হেফাজতে রয়েছে। আনার হত্যাকান্ড ভারতে হওয়ায় সেখানেই বিচার হতে পারে বলেও জানান হাবিবুর রহমান।