আদি বুড়িগঙ্গা চ্যানেলে ২ হাজার ৭০০ মিটার খাল খননের কাজ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঢাকার জলাবদ্ধতা দূর করতে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ২ হাজার ৭০০ মিটার খাল খননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সকালে ঢাকা দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের শহীদ খাল নগরে খনন কাজের উদ্বোধন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এসময় তিনি বলেন, খনন কাজের প্রয়োজনে যে কোন স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে, এই কাজে কারো ব্যক্তিগত সম্পদ নষ্ট করা সরকার ও মেয়রদের উদ্দেশ্য নয়, বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণ মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, দখল ও দূষণে এই নদীকে মেরে ফেলা হচ্ছে। তাই জলাবদ্ধতা কমাতে নিজস্ব অর্থায়নেই খনন কাজ শুরু করা হয়েছে। শিগগিরই আরো বড় পরিসরে খনন কাজ করা হবে বলেও জানান তিনি।