আদালতের বাইরে মামলা নিষ্পত্তিতে স্বস্তি গাইবান্ধার দরিদ্র পরিবারে
- আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আদালতের বাইরে মামলা নিষ্পত্তি স্বস্তি এনেছে গাইবান্ধার হত দরিদ্র পরিবারের মাঝে। আর এটি সম্ভব করেছে জেলা আইন সহায়তা কেন্দ্র- লিগ্যাল এইডের মাধ্যমে। এক বছরে ৪৯৫ জন ব্যক্তিকে আইন সহায়তা দিয়েছে লিগ্যাল এইড।
কথা বলা এই মহিলাটির নাম আলেয়া বেগম। তার কোলে শিশুটি জন্মের পরেই বিচ্ছেদ হয় স্বামীর সাথে। এর পর বিভিন্ন জায়গায় অভিযোগ করেও ন্যায় বিচার না পেয়ে অবশেষে গাইবান্ধা আদালতের লিগ্যাল এইড কার্যালয়ে আসেন তিনি। এর পর লিগ্যাল এইড অভিযোগটি আমলে নিয়ে দুপক্ষের মাঝে আপেষ মিমাংসার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করেন।
শুধু আয়েলা নয়, বিনামূল্যে লিগ্যাল এইড এর মাধ্যমে ফৌজদারী, দেওয়ানী ও পারিবারিক, মামলা নিয়ে অনেক বিরোধেই নিস্পত্তি করা হচ্ছে। প্রতিদিনেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসব ভুক্তিভোগী নারী পুরুষরা ন্যায় বিচার পেতে ছুটে আসছে এখানে।
জেলা লিগ্যাল এইড কার্যালয়ে একজন বিচারক এই বিচার কার্যক্রম পরিচালনা করে আসছেন।
আলোচনা মাধ্যমে কিংবা বিনা খরচে মামলা দায়েরের মাধ্যমে অভিযোগ গুলো নিম্পত্তি হচ্ছে বলে জানান এ বিচারক।
প্রচার প্রচারণার মাধ্যমে এ আইনি সেবা কার্যক্রম প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে এমনই প্রত্যাশা সবার।
কায়ছার প্লাবন, এসএটিভি, গাইবান্ধা।