আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীতে পুকুর ভরাট
- আপডেট সময় : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৭১৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে বাণিজ্যিক প্লট বানাতে গভীর রাতে চলছে বিশাল পুকুর ভরাট। অথচ নগরীতে পুকুর ভরাটে নিষেধাজ্ঞা রয়েছে হাইকোর্টের। কিন্তু তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো গা ঠেলাঠেলি করছে। এই সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে পুকুরখেকোরা। তবে নাগরিক সংগঠনগুলোর অভিযোগ, রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুকুর ভরাট বন্ধ করা যাচ্ছে না।
রাজশাহী মহানগরীর দায়রাপার্ক এলাকার প্রায় আট বিঘা আয়তনের এই পুকুরটি ভরাট শুরু হয় এক মাস আগে।তবে দিনের আলোতে নয়, রাত গভীর হলেই লাইন ধরে বালুবাহী ট্রাক এসে ভীড় জমায়। শুরু হয় ভরাটযজ্ঞ।পুকুরটির ভরাটে আগে শ্রেণী পরিবর্তন বা জেলা প্রশাসকের কোনো অনুমোদনও নেয়া হয় নি। ভরাট করে পুকুরের ওপর বাণিজ্যিক প্লট বানানোর উদ্যোগ নিয়েছে আত তিজারা গ্রুপ। অনুমতি ছাড়া পুকুর ভরাটের বিষয়টি স্বীকারও করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
বিশাল এই পুকুরটি রাতারাতি ভরাট হতে দেখে ক্ষুব্ধ স্থানীয়রা।
২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি বেসরকারী সংস্থার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজশাহী নগরীতে পুকুর ভরাটে নিষেধাজ্ঞা দেয় । কিন্তু ১০বছর পরও এই নির্দেশনা বাস্তবায়নে আরডিএ, পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের মধ্যে চলছে গা ঠেলাঠেলি। পুকুর ভরাট বন্ধে দায়সারা বক্তব্য দিয়েছেন জেলা প্রশাসকও।
আর নাগরিক সংগঠনগুলো বলছে, পুকুর খেকোদের ওপর ক্ষমতাসীন দলের কতিপয় শীর্ষ নেতার আর্শিবাদ থাকায় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
২০১৯ সালে পুকুর রক্ষায় একটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়েছিল সিটি কর্পোরেশন। কিন্তু এ পর্যন্ত তেমন কোনো সাড়া মেলে-নি।