আদনানের পরিচালনায় মেহজাবিন-সাব্বির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৮৯২ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় এর আগে মেহজাবিন চৌধুরী কাজ করেছেন। তবে এবার মেহজাবিন একা নন, একটি টিভিসিতে যুক্ত হলেন মডেল ও অভিনেতা সাব্বির অর্নব।
সাব্বির অর্নব বলেন, ‘বাংলালিংকের ফোর জির টিভিসিতে কাজ করলাম। অনেক সুন্দর একটি কাজ হয়েছে। মেহজাবিন চৌধুরী এবং আদনান ভাই দুজনের সাথে আমার প্রথম কাজ করা হলো। দুর্দান্ত কাজ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অনেক ভালোলেগেছে কাজটি করে। ঈগল ড্যান্স একাডেমি থেকে ড্যান্স পার্ট এর প্র্যাকটিস করেছি। প্রথমবার এ ধরনের ড্যান্স করেছি। আমার বিশ্বাস, দর্শকও কাজটি পছন্দ করবেন।’
জানা গেছে, নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে এর দৃশ্যধারনের কাজ হয়েছে।


























