আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
আদালতে আত্মসমর্পণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্প টাওয়ারে যান তিনি।
বর্তমানে আইনজীবীদের সঙ্গে রয়েছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। আজ পুলিশ ও আদালতের কর্মীদের পাশাপাশি সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে ম্যানহাটান কোর্ট কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ট্রাম্পের আদালতে যাওয়ার খবর প্রকাশ্যে আসায় বিক্ষোভের সম্ভাবনায় আদালতের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আদালতে অভিযোগের ব্যাপারে ট্রাম্প মুখোমুখি হবেন বলে জানানো হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, দোষ স্বীকার করবেন না ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখতে এক পর্ন তারকাকে গোপনে অর্থ দিয়েছিলেন তিনি। যা এখনও তদন্তাধীন।