আত্মপোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবু মুসলিম গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ছদ্মনাম নিয়ে ১০ বছর আত্মপোপন, অবশেষে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবু মুসলিম মোহাম্মদ আলী।
দুপুরে রাজধানীর টিকাটুলি রেব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন খান এসব কথা বলেন। তিনি বলেন, মামলা শুরুর ১০ বছর এবং মামলার রায়ের ৫ বছর পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আবু মুসলিম মোহাম্মদ আলী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী। তাকে শনিবার রাতে রাজধানীর ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি আরও জানায়, বিচারিক প্রক্রিয়া চলাকালীন কখনোই আদালতে হাজির হননি মোহাম্মদ আলী। মামলার পর ২০১৩ সাল থেকেই তিনি নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর গভীর তদন্তে আসামিদের বিরুদ্ধে প্রতিটি অভিযোগ প্রসিকিউশনের মাধ্যমে প্রমাণ হলে ২০১৭ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়।