আটক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সহিংসতা ও পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় আটক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল মধ্যে রাতে উপজেলার কমলাবাড়ী এলাকায় ফারহানার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী।পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির গ্যারেজে রাখা মটর সাইকেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এর আগে নির্বাচনের দিন পুলিশের ওপর হামলার মামলায় ফারজানা পারভীন ও তার স্বামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় আড়াই হাজার ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় মামলা করে পুলিশ। এরপর ধেকেই কমলাবাড়ী পুরুষশূন্য হয়ে পড়ে।