আটকে আছে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ নির্মাণ কাজ

- আপডেট সময় : ০৩:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
দু’দফায় ২ বছর ৬ মাস সময় বৃদ্ধির পরও শেষ হয়নি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং নাসিং কলেজের নির্মাণ কাজ।প্রায় ৭ বছর পার হয়েছে, অথচ নানা জটিলতায় এখনও শুরুই হয়নি হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ। ফলে দীর্ঘদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জামালপুরও আশাপাশের ৪ জেলার ৫০ লক্ষাধিক মানুষ।
শহরের মনিরাজপুরে ৩৪ একর জমির উপর চলছে শেখ হাসিনা মেডিকেল কলেজের নির্মাণ কাজ। ২০১৬ সালে কাজ শুরুর পর কেটে গেছে প্রায় ৭ বছর। একাডেমিক ভবন, নার্সিং কলেজ ও আবাসিক ভবন নির্মাণকাজ শেষের দিকে হলেও নানা জটিলতায় এখনও শুরু হয়নি হাসপাতালের মূল ভবনের নির্মাণ। দীর্ঘদিনেও মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, আগামী ২ মাসের মধ্যে একাডেমিক ভবনসহ অন্য স্থাপনা হস্তান্তর করা হবে। মূল ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন হয়নি এখনো।
জামালপুর ছাড়াও পাশের শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, টাঙ্গাইল জেলার কয়েকটি উপজেলার ৫০ লাখের বেশি মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয় এ মেডিকেল কলেজটি। ২০১৬ সালে শুরু হওয়া প্রকল্পের মোট ব্যায় ধরা হয় ৯৫০ কোটি টাকা।