আজ ১৩০ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৬৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে, তাই আগে থেকেই নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে সরকার। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
রোডমার্চ কেন্দ্র করে সকাল থেকেই বগুড়া চারমাথা এরুলিয়া মাঠে জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন বিএনপি ও তিন সহযোগি সংগঠন নেতাকর্মীরা। সরকার পতনের একদফা আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতেই এই কর্মসূচি বলে জানিয়েছে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে রাজপথে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের নেতারা। আজ বগুড়া থেকে সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহী মোট ১৩০কিলোমিটার পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন।