আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৭৩ বার পড়া হয়েছে
আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে মানব জাতির কল্যাণে মহানবী হযরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।
দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী নামে পরিচিত। প্রতি বছরের মতো এবারও আজ সরকারি ছুটি রয়েছে। দিনটিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা…. মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।





















