আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ময়মনসিংহে যাচ্ছেন। বিকেলে স্থানীয় সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভা জনসমুদ্রে পরিণত করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ সর্বত্রই এখন উৎসব আমেজ।
ময়মনসিংহ বিভাগ ও সিটি করপোরেশনসহ ময়মনসিংহের নানা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তার সফরকে ঘিরে ময়মনসিংহের সর্বত্রই এখন সাজসাজ রব।
ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড আর সুদৃশ্য তোরণে ছেয়ে আছে নগরীর রাজপথ ও অলিগলি। ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রীর সমাবেশে ১৫ লাখ মানুষ থাকবেন বলে প্রত্যাশা নেতাদের।
প্রধানমন্ত্রীকে বরণে পুরো ময়মনসিংহবাসী প্রস্তুত বলে জানাচ্ছেন স্থানীয় নেতারা। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন সিটি মেয়র।
ময়মনসিংহবাসীকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার গ্রহণ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করবে জনগণ, প্রত্যাশা গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর।
তবে, ময়মনসিংহকে ঘিরে অনেক দাবি নগরবাসীর। তাদের সেসব দাবি ধীরে ধীরে পূরণ করবে বর্তমান সরকার এমনটাই মনে করছেন সবাই।
পাঁচ বছর আগে ২০১৮ সালের নভেম্বরে শেষবার ময়মনসিংহ যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।